Image description

পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ প্রদানের অভিযোগে বাংলাদেশ বার কাউন্সিল তার আইনজীবী সনদ স্থগিত করেছে। শনিবার (২৩ আগস্ট) বার কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার সনদ স্থগিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল)সহ অন্যান্য সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, কলাপাড়ায় সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে রুহুল আমিন বিচারকের বাসায় ৫০ হাজার টাকা ও মামলার নথি পাঠান এবং হোয়াটসঅ্যাপে তদবির করেন। এ ঘটনায় ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, গত ২১ আগস্ট পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় রুহুল আমিনের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয় এবং তাকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।