
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক আদিবাসী মহিলার সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বিশ্বাসকে (৫০) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের উত্তর গামারীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে সদর ইউনিয়নের সিঙ্গুরা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিশ্বাস এক আদিবাসী মহিলার বাড়িতে যান। তারা ঘরের মধ্যে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় স্থানীয় জনতা ঐক্যবদ্ধভাবে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
পরে এসআই জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ৫৭ ধারায় অভিযুক্ত দুজনকে আদালতে সোপর্দ করা হয়।
Comments