Image description

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট টানা তিন দিন পানি ছাড়ার পর দ্বিতীয় দফায় বন্ধ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় বাঁধ কর্তৃপক্ষ এই কপাটগুলো বন্ধ করে।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় গত বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় দ্বিতীয় দফায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৮ দশমিক ১৫ ফুট মিন সি লেভেল (এমএসএল) রয়েছে। পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে, যার মাধ্যমে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

তিনি আরও বলেন, “বৃষ্টিপাত কমে আসায় হ্রদের পানির স্তর কমছে। তাই জলকপাট বন্ধ করা হয়েছে। তবে পানির স্তর বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী কপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।”