Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনাই নদী থেকে বস্তায় মোড়ানো অবস্থায় মানবদেহের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় কয়েকজন শিশু নদীতে ভাসমান একটি বস্তা দেখতে পায়। বস্তাটি খুলে তারা মানুষের একটি কাটা পা দেখে ভয়ে দৌড়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত পা উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বস্তায় মোড়ানো মানবদেহের খণ্ডিত পা উদ্ধার করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”