সাতকানিয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমনকে (৩৬) গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার এওচিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়ামিনুর রহমান ইমন এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পন্ডিত বাড়ি এলাকার আব্দুল মাবুদের ছেলে। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ঘোষিত সাতকানিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments