Image description

নকল ওষুধ বিক্রির অভিযোগে খুলনার রয়েল মোড়ে লাজ ফার্মার উপর অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়, যার ২৫ শতাংশ অর্থাৎ ১ লাখ ২৫ হাজার টাকা অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে তুলে দেওয়া হয়েছে।

গত বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার অভিযোগকারীর হাতে এই টাকা হস্তান্তর করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, চলতি বছরের মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের একটি লোশন ক্রয় করেন, যা ফিলিপাইনের তৈরি বলে প্রচার করা হয়েছিল। কিন্তু তদন্তে জানা যায়, লোশনটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। এ বিষয়ে গত ৩১ মে তিনি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তিনটি শুনানি শেষে গত ১৮ আগস্ট লাজ ফার্মায় অভিযান চালানো হয়। অভিযানে নকল ও ভেজাল ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে আটক করা হয়। পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

মোহাম্মদ সেলিম আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১ লাখ ২৫ হাজার টাকা অভিযোগকারীকে দেওয়া হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।