Image description

সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকার জেরে গভীর রাতে বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামে। 

জানা যায় শুক্রবার ২২ আগষ্ট  সন্ধায় গ্রামের ইউসুফ আলীর ছেলে বেলাল আহমদ ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে তুফায়েল আহমদের মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে রাত ২ ঘটিকায় তোফায়েলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় ডাকাত বলে চিৎকার দিলে গ্রামবাসি তাদের কে ধাওয়া দেয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায়ও ডাকাতী বলে প্রচার করা হয়। তবে টাকা লেনদেন নিয়ে পুর্ব শক্রুতার জেরে বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী জবান আলী ও আব্দুল কাদির। ডাকাত বলে তাড়ানোর পর হামলাকারীরা ইউসুফ আলীর বাড়িতে আশ্রয় নিলে গ্রামবাসি ইউসুফ আলীর বাড়িতে ইটপাটকেল মেরে ভাংচুর করেছে বলেও নিশ্চিত করেছেন তারা।

অন্যদিকে ইউসুফ আলীর পিতা করম আলীর অভিযোগ শুক্রবার সন্ধায় পাওনা টাকা চাইতে গিয়ে তার নাতি বেলালের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে বেলাল সহ তিনজন গরুত্বর আহত হয়। এ খবর পেয়ে তকিপুর,দীঘলি ও রাধারনগর গ্রাম থেকে তার ১০-১২ জন সহপাটি তাকে দেখতে আসে। এসময় আব্দুল জলিলের নেতৃত্বে এক দেড়শ লোক ডাকাত ডাকাত বলে তার বাড়িতে হামলা ও ভাংচুর চালায় । পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদেরকে নিয়ে গেছে।
এ ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হয়েছে। 

এ ঘটনায় গত শ‌নিবার সকা‌লে প্রতিপক্ষ মিজানুর রহমান ওর‌ফে জ‌লিল বাদী হ‌য়ে ১৮জ‌নের না‌ম উল্লেখ করে ছাতক থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেছেন। ওই মামলায় তা‌দেরকে গ্রেপ্তার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম খান।