
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনে ও রাতে রাজৈর পৌরসভা ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসিদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), একই ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) এবং মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)।
অভিযানে আরিফ শেখের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, আব্দুর রহিম শেখের কাছ থেকে ২০ পিস ইয়াবা, আর কামাল মুন্সী ও মোহাম্মদ শাহিন শেখের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজৈর থানার এসআই নজরুল ইসলাম, এসআই ফরিদুজ্জামান, এসআই রিপন আলী, এসআই মোস্তফা ও এসআই কামরুজ্জামান নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এদের আটক করা হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments