জুলাই গণঅভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে : ফরহাদ মজহার

তরুণদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও চিন্তাজগতের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে। এ গণঅভ্যুত্থানের মূলমন্ত্র হলো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে। আমাদের চিন্তা করতে শিখতে হবে। পুকুরে না নামলে যেমন সাঁতার শেখা যায় না। তেমনি চিন্তা শুরু না করলে চিন্তাবৃত্তিক বিকাশ হবে না।
শুক্রবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা গণঅভ্যুত্থান হয়েছে; শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেছে। কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করি না গণঅভ্যুত্থান কী? একটি সরকার পালিয়ে গেলেই কী গণঅভ্যুত্থান হয়? জেলা, উপজেলার কোথাও কি বদল হয়েছে? গণঅভ্যুত্থান করেছি যেন শহর গ্রাম সব জায়গায় পরিবর্তন হয়। কিন্তু এ চিলমারীর পুলিশ, উপজেলা প্রশাসন বা সিদ্ধান্ত গ্রহণে কোনো পরিবর্তন হয়েছে? কখনও ভেবেছেন কী পরিবর্তন হলো এ গণঅভ্যুত্থানে?
ফরহাদ মজহার বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকা থেকে যে শাসন, সেই শাসন ব্যবস্থা ভাঙতে হবে। যে আইন জনগণের বিপক্ষে যায়, সেই আইন আমরা চাই না।
এর আগে চিলমারীতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘পন্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন পন্ডিত বইমেলা আয়োজক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজা।
নুসরাত জাহান তিন্নির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, কবি ও লেখক হোসাইন মোহাম্মদ আনোয়ার, মাহমুদুল হাসান বাবু, আনোয়ারুল ইসলাম বুলবুল প্রমুখ।
Comments