Image description

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি লেগুনার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।