রাজৈরে প্রকাশ্যে মাদক ব্যবসা, ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

মাদারীপুরের রাজৈরে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় ইউপি সদস্য, মহিলা দল নেত্রী ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় মাদক ব্যবসায়ী ও সেবকদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানেরাও ভাল থাকতে পারবে না। প্রশাসনের উচিৎ এগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু তা হয় না। দেখা যায়, যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তাদের ধরা হলেও কিছুদিন পর আবার ফিরে এসে একই ভাবে কাজ চালিয়ে যায়। এমন কেন হবে? যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে সমাজের উড়তি বয়সী সন্তানেরা নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ দেখেও কিছু বলতে পারি না। আমাদের দাবি প্রশাসন যেন অতিদ্রুত সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইদ্রিস মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী ফারহানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আদনান হাবিব, স্বেচ্ছাসেবী সংগঠন 'নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ' এর প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামসহ স্থানীয় যুব সমাজ ও অভিভাবকবৃন্দরা।
Comments