Image description

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জেরে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি হারিয়েছে। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়ামের পরিবর্তে এখন নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচসহ মোট চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ম্যাচটি এখন নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত নতুন সূচিতে, উদ্বোধনী ম্যাচ ভারত-শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটি নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এছাড়া, ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি গুয়াহাটি থেকে কলম্বোতে সরিয়ে নেওয়া হয়েছে।