Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরে ১৩২ জন। শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ৪১.৮ শতাংশ নারী। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।