ড্যাবের উদ্যোগে
মান্দায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শত শত মানুষ

নওগাঁর মান্দা উপজেলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে এলাকার শত শত নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু রোগীদের চিকিৎসাসেবা দেন।
ড্যাব জানায়, গ্রামীণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষ অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানো এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। একটি সুস্থ জাতি গঠনে সুস্থ মানুষ অপরিহার্য।"
সারাদিনব্যাপী চলা এই কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Comments