Image description

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসিমপুর গ্রামের পদ্মা নদীর বাঁধ সংলগ্ন ঘাসি জমির উপর হতে হৃদয় (১৮) নামক ভ্যান চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার হয়েছে ছিনতাইকৃত ভ্যান। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার (১৮আগস্ট) সকাল আনুমানিক ১০টার সময় কুমারখালী উপজেলার ৩নং জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের পদ্মা নদীর বাঁধের উপর গলাকাটা অজ্ঞাতনামা যুবকের  মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুমারখালী থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় লোকজন এবং মৃতের পিতা কুমারখালী উপজেলার এলঙ্গী রেলপাড়ার বাসিন্দা ইউনুস আলী তার ছেলে হৃদয় (১৮) এর লাশ বলে সনাক্ত করে। হৃদয় পেশায় ছিল একজন ভ্যান চালক। কুমারখালী থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 

নিহতের পরিবারের লোকজন জানায়, গত রবিবার (১৭আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে নিহত হৃদয় বাড়ি হতে ইঞ্জিন চালিত ভ্যান ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পরেরদিন ১৮আগস্ট সকাল ১০টার সময় তার ছেলের মৃতদেহের সন্ধান পায়। পরিবার এবং স্থানীয়দের ধারণা ভ্যান গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা ভ্যান গাড়ি ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে ভ্যানচালক হৃদয়কে গলা কেটে হত্যা করে। 

পরে কুমারখালী থানা পুলিশের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িতদের সনাক্তপূর্বক কুমারখালী উপজেলার বাটিকামারা কালিমন্দির গ্রামের টুটুল আলীর ছেলে রাকিব (১৯) একই গ্রামের শাজাহান আলীর ছেলে জীবন (১৮), মালুর ছেলে জিহাদ (১৫), মুক্তার মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২০)কে গ্রেপ্তার করে। এদের দেয়া তথ্য মোতাবেক ছিনতাইকৃত ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এই মামলা সংক্রান্তে আদালতের কাছে ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। 

অপরদিকে নিহত হৃদয়ের ভ্যানটি হেফাজতে রাখায় মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এই মামলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।