নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (১৯ আগস্ট) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ, যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, পৌর সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এতে অংশ নেন।
Comments