বিলুপ্তপ্রায় দেশি মাছ সংরক্ষণে গবেষণার আহ্বান গাকৃবি ভিসির

‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’—এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) উৎসবমুখরভাবে উদযাপিত হয়েছে। মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহে র্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্যসম্পদের পুষ্টিগুণ, সম্প্রসারণ, সংরক্ষণ ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মৎস্যজীবী ও গবেষকদের পোশাকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরেন। র্যালির পর মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, “পানি দূষণের কারণে অনেক দেশি মাছ বিলুপ্তির পথে। মৎস্য গবেষকদের বিলুপ্তপ্রায় মাছের জাত সংরক্ষণ ও স্বাদু পানিতে উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে।” তিনি মৎস্যকে পুষ্টির প্রধান উৎস আখ্যা দিয়ে জানান, গাকৃবি আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি মৎস্য সংরক্ষণে জিন ব্যাংক তৈরির আশ্বাসও দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ইয়াসির আরাফাত মাহিন মৎস্যসম্পদের গুরুত্ব ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তুলে ধরেন। আলোচনা শেষে উপাচার্যের সঙ্গে রুই, কালিবাউশ, মৃগেল, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়, যা জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রতীক হিসেবে বিবেচিত। আগামী ২১ আগস্ট একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে মৎস্য সপ্তাহ আরও উৎসবমুখর হবে।
Comments