কসবায় সাংবাদিক ফোরামের বনভোজন, শহীদদের কবর জিয়ারত ও মাসিক বৈঠক

কর্মব্যস্ত জীবনে সৌহার্দ্য ও প্রশান্তি বাড়াতে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বনভোজন, শহীদদের কবর জিয়ারত ও মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে ফোরামের সদস্যরা মোটরসাইকেলযোগে কসবার কুল্লাপাথর ৭১ বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সমাধিস্থল পাহাড়ি টিলা পর্যটন স্পটে যান। সেখানে তারা শহীদদের কবর জিয়ারত, রেস্টহাউস পরিদর্শন, ফটোসেশন ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেন।
দুপুরে মধ্যাহ্নভোজের পর সাংবাদিকরা আড্ডা, হাড়িভাঙা খেলা ও আনন্দঘন মুহূর্তে সময় কাটান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, সিনিয়র নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির, বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, সহ-সভাপতি শামিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহপরান, সাংবাদিক শাহ মো. ফুরকানুল ইসলাম, মিজানুর রহমান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। এ ধরনের বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারেন।” তারা জানান, কুল্লাপাথর রেস্টহাউস থেকে মুক্তিযুদ্ধ ও কুল্লাপাথর সম্পর্কিত স্মৃতিচিহ্ন ও আসবাবপত্র গত জুলাই-আগস্টের পর হারিয়ে গেছে। এ বিষয়ে কসবা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফোরামের পক্ষ থেকে রেস্টহাউস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে শুভেচ্ছা বিনিময়, আড্ডা, খেলাধুলা, প্রতিযোগিতা ও সমাপনী ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়।
Comments