
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে নিজেদের নেতাকর্মীদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, আবাসিক হলগুলোতে সব সংগঠনের জন্য সমান সুযোগ নেই। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, তারা এ বিষয়ে ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
গণেশ চন্দ্র বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা যথারীতি বঙ্গমাতা হল থেকে মনোনয়ন ফরম নিতে গেলে ‘প্রশাসনের ভূমিকা’ পালন করা একদল শিক্ষার্থী ‘মব’ সৃষ্টি করে তাদের বাধা দেয় এবং হামলা করার চেষ্টা করে। হলের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম না নিয়েই হল থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।
ছাত্রদল এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পরেও বিভিন্ন হলে ছাত্রলীগের অপরাধীরা অবস্থান করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বঙ্গমাতা হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান জানান, হল প্রশাসনে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।
Comments