পূর্বাচলে অবৈধ বালুর গদি ও গরুর হাটে উচ্ছেদ অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি ও শিমুলিয়া গরুর হাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুর গদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামে বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। একই সঙ্গে ৪ নম্বর সেক্টরে অবৈধভাবে স্থাপিত শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, রাজউকের কর্মকর্তা এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “গত কয়েক মাস ধরে প্রভাবশালী মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধভাবে বালুর গদি স্থাপন করে ব্যবসা চালাচ্ছিল। এর ফলে সড়কে খানাখন্দ, ড্রেন ভরাট ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। আজকের অভিযানে গদির অফিস ধ্বংস করা হয়েছে এবং বালু নিলামে বিক্রি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব বালু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি পূর্বাচলের অবৈধ বালুর ব্যবসা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসনের নজরে এসেছে, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
Comments