Image description

কুড়িগ্রামের রাজীবপুরে পুলিশের বিশেষ রাত্রিকালীন অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে রাজীবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল বালিয়ালমারী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী হোসেন (৩৬) পিতা মো. ফরহাদ আলী, গ্রাম বোলাকীপাড়া, থানা ইসলামপুর, জেলা জামালপুর। এবং শাহিন হাসান (২৭), পিতা হাসেম মিয়া, গ্রাম খেয়ারচর, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম।

অভিযান শেষে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।”