Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে।  সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভিড়ের কারণে অনেকেই নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই পরিস্থিতিতে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রার্থীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত তা জমা দিতে পারবেন।