
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে ডুবে আশিকুল ইসলাম (৮) ও রাইফ চৌধুরী (দেড় বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর এবং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে পৃথক দুটি ঘটনায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তেন। অপরদিকে, রাইফ চৌধুরী সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের ছেলে।
আশিকুলের মামা মো. সিরাজ জানান, সোমবার দুপুরে আশিকুল প্রতিবেশী দুই শিশুর সঙ্গে খেলতে বের হয়। খেলার সময় অসাবধানতাবশত সে পাশের একটি পুকুরে পড়ে যায়। খেলার সঙ্গীরা বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাইফের নানা সরওয়ার চৌধুরী জানান, দুপুরে খেলতে গিয়ে রাইফ ঘরের পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেলে আশিকুল ইসলাম ও রাইফ চৌধুরীর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সাহেরখালীতে এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর শুনেছেন। তবে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments