
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা আটজন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট 'এফবি মায়ের দোয়া' নামের একটি ফিশিং বোট আটজন জেলে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির শ্যাফট বিকল হয়ে গেলে এটি সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন পর রোববার সকাল ১০টায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করেন।
খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ 'স্বাধীন বাংলা' মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫ নম্বর বয়া এলাকা থেকে বোটসহ আটজন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। এরপর বোটটি নিরাপদে হারবাড়িয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূল এবং উপকূলের মানুষের জান-মাল রক্ষায় তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
Comments