Image description

আইন লঙ্ঘন করে ভিক্ষাবৃত্তির অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। আটককৃতদের মধ্যে দুজন বাংলাদেশি নারী রয়েছেন।

আটককৃত ১৪ জন নারীর মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান নাগরিক। সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

'পারিবারিক যোগদান আইনের ধারা ২২'-এর অধীনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধারায় অপরাধী ও তাদের পৃষ্ঠপোষক উভয়কেই নির্বাসন দেওয়া বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ মনে করছে, গণমাধ্যমে পরিচয়সহ আটককৃতদের ছবি প্রকাশ করা হলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কমে আসতে পারে। 

কুয়েতের আইন অনুযায়ী, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে জড়িত ব্যক্তি ও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।