Image description

সিলেট থেকে নৌপথে সাদা পাথর পাচার ঠেকাতে সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ভোলাগঞ্জ থেকে লুট হওয়া এসব সাদা পাথর উদ্ধারের জন্য এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম। এ সময় ছাতক সেনাক্যাম্পের ক্যাপ্টেন ফারাবী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে সুরমা নদীর ইচাকলস, তাতিকোনা বৌল্লা, পেপার মিলস, শিববাড়ী, গণেশপুর এবং গোয়ালগাঁওসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে অভিযান জোরদারের নির্দেশ আসে। সেই নির্দেশ অনুযায়ী যৌথবাহিনী এই অভিযান শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ বলেন, "আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ তৎপর রয়েছি। কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।"

সেনাক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারাবী ও ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ জানান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে তারা সাদা পাথর উদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছেন।

অন্যদিকে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামছুল ইসলাম বলেন, "নদীপথে সাদা পাথর ছাতকে আসছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি।" তিনি আরও জানান, তাদের সদস্যদের সাদা পাথর মজুত না রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যদি কেউ তা করে, তবে দ্রুত প্রশাসনকে জানানো হবে।

ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরপরই তারা ব্যবস্থা নিয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে এমন তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আবারও সতর্ক করে দেওয়া হয়েছে যে কেউ যেন সাদা পাথর মজুত না রাখেন।