কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মনির হোসেন সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা থানায় পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মনির হোসেন দীর্ঘদিন ধরে কসবার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Comments