সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে উত্তীর্ণ হতে হবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটি কঠিন পরীক্ষা। বহির্বিশ্বের হুমকি থেকে দেশকে রক্ষা করতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাতকানিয়া পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে ও সাতকানিয়া যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, শুরা সদস্য আরিফুর রশিদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাঈন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি শাহাদাত হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ এবং সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর।
Comments