Image description

নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামে দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের কারণে চরম দুর্ভোগে দিন কাটছে গ্রামবাসীর। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন নালা-খালে পরিণত হয়েছে। হাঁটুসমান কাদা আর পানির কারণে বর্ষায় চলাচল প্রায় অসম্ভব। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জুতা হাতে নিয়ে হাঁটতে হচ্ছে, আর মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে ব্যবহার করা হচ্ছে মসজিদের লাশ বহনের খাটিয়া।

স্থানীয়রা জানান, হারদল ছাদেম মোল্লার বাড়ি থেকে টেকেরহাট আক্কাস হাওলাদারের বাড়ি পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ। প্রায় ২০০ পরিবারের যাতায়াতের একমাত্র এই পথের বেহাল অবস্থার কারণে বিয়ে-শাদির সম্বন্ধ ভেঙে যাচ্ছে। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মাঝপথে মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটছে।

গ্রামবাসী মো. আলামীন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তার কারণে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ ও অসুস্থ মানুষের জীবন হুমকির মুখে। জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো সমাধান পাইনি।” আরেক বাসিন্দা মো. শাহাদাত হোসেন বলেন, “রাস্তার অবস্থার কারণে নির্মাণ সামগ্রী পরিবহনে ৪-৫ গুণ বেশি খরচ হচ্ছে। সন্তানরা গ্রামে থাকতে চায় না, ফলে ভিটা রক্ষা করেও ভাড়া বাসায় থাকতে হচ্ছে।”

নাচনমহল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম (খোকন) বলেন, “খুলনা গ্রামের রাস্তার করুণ অবস্থা সম্পর্কে আমি অবগত। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।”