Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে জামায়াত নেতার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাইপ গুলো ছিদ্র থাকার কারনে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকারাসী। 

তারা জানান, মার্কেটে আগুন লাগে রাত ৯টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে ৯টা৫০ মিনিটে। এসে গাড়ি থেকে যে পাইপ দিয়ে আগুন নিয়স্ত্রণ আনার চেষ্টা করেছে এই পাইপটি ভালো ছিল। পরে গাড়ির পানি শেষ হয়ে গেলে আমরা এলাকাবাসী মিলে রাস্তার পশ্চিম পাশে পুকুর থেকে মেশিন দিয়ে পানি আনার জন্য যে ফায়ার পাইপ গুলো ব্যবহার করেছেন সব পাইপ গুলো ছিদ্র ছিল। পাইপ দিয়ে পানি যাওয়ার সময় সব পানি ছিদ্র দিয়ে রাস্তায় পড়ে গেছে। এই কারনে পানির  প্রেশার কম ছিল। তার কারনে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়েছে। 

এই বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,পানির পাইপ গুলো একটু পুরাতন হয়ে গেছে, আমরা আবেদন করেছি নতুন পাইপ দেওয়ার জন্য। তিনি আরো বলেন,সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার স্টেশন থেকে বের হই। কিন্তু সড়কে কিছু যানজট ছিল তাই কিছুটা দেরি হয়েছে। পাইপ ছিদ্র হলেও আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

উল্লেখ্য যে, শুক্রবার রাত নয়টার দিকে মাদাম বিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকায় উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলীর মালিকানাধীন পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেম মালামালের কামাল ষ্টীল মার্কেটে সিলিন্ডারের বোতল বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পরপরই আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পয়ে মুহু মুহু ভাবে মার্কেটে থাকা সিলিন্ডার গ্যাসের বোতল, অক্সিজেনের বোতল বিস্ফোরণ হতে থাকে। এতে আশে-পাশের এলাকায় আতংঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সিলিন্ডার বিস্ফোরণ ভয়ে সামনের দিকে এগিয়ে যায়নি। মুহুর্তে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসয়কের দুই পাশে যান চলাচল। সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়ে গাড়িতে থাকা যাত্রীদের। আগুন লাগার এক কিলোমিটার দূরে নৌবাহিনীর ক্যাম্প থাকলেও উনারা আগুন নিয়ন্ত্রণ করতে খবর দেওয়ার পরও আসেনি। তবে এক ঘন্টা পর কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১১টার পর দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
 
তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জামায়াত এমপি মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।

আগুনের বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও মার্কেটের মালিক মু. কুতুব উদ্দিন শিবলী বলেন, 'অত্যন্ত দুঃখের বিষয়ে, মার্কেটে আগুন লাগে রাত নয়টার কিছু সময় আগে, কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন ৯টা ৫০ মিনিটে। আমাদের মার্কেটের এক কিলোমিটার দূরত্বে নৌবাহিনীর ক্যাম্প রয়েছে আগুনের বিষয়ে উনাদেরকে গিয়ে খবর দিলেও উনারা আগুন নিয়ন্ত্রণ করতে আসেনি। মার্কেটে দোকানগুলোতে ছিল জাহাজের সব চেয়ে দামি জিনিস মেরিন আইটেম। আগুনে মার্কেট ও দোকানের মেরিন আইটেম পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার উপরে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস যদি আসতো আমাদের এত বড় ক্ষতি হতো না।"