
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে দেশের বৃহত্তম মিছাখালী রাবার ড্যামের রাবার সুরক্ষার জন্য আঙ্গারুলী হাওর পার এলাকার গ্রামের সকল কৃষকদের নিয়ে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্বম্ভর পুর উপজেলার ৪ নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড, মোঃ ছবাব মিয়ার সভাপতিত্বে এক বিরাট কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দুর্গাপুর গ্রামের কৃষক নুরুল আমিন, ছুরত জামাল, আনোয়ার হোসেন, নুরুল আলম, রেজাউল করিম, বাঘমারা গ্রামের কৃষক আসাদুল্লাহ, সিরাজপুর গ্রামের কৃষক মোঃ আব্দুল হাই, দিলওয়ার হোসেন, ইউপির সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য আখতার জামাল, বালিজুরি গ্রামের কৃষক মোছদ্দর আলী, শক্তিয়ারখলা গ্রামের কৃষক হাজী মহরম আলী, সালেহ আহমদ, আঃ হাই, শাহ হারুন অর রশিদ, মো, ফজলুল করিম, মোঃ আবু তাহের, ওমরপুর গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন কাছা মিয়া প্রমুখ।
বক্তাগন জানান, বিএডিসির মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে মিছাখালীতে আঙ্গারুলী হাওরের বোর/ইরি ধান আগাম বন্যা থেকে সুরক্ষার জন্য দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল। বর্ষাকালে উক্ত রাবার ড্যামের রাবারের উপর দিয়ে বালু পাথর বাহী বুঝাই ইঞ্জিন চালিত নৌকা যাতায়াতের ফলে রাবার কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই হাওর পার এলাকার কৃষকদের মতামত সাপেক্ষে রাবারের উপর দিয়ে ইঞ্জিন চালিত নৌকা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে বিএডিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তাছাড়া রাবার ড্যামের ব্যয় ভার নির্বাহের জন্য সরকারীভাবে কোন ফান্ড না থাকায় এলাকার কৃষকদের কাছ থেকে কেয়ার প্রতি ৫০ টাকা করে চাঁদা প্রদানের সিদ্ধান্ত হয়। প্রত্যেক গ্রামে কমিটি গঠনের মাধ্যমে উক্ত চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়।
Comments