Image description

বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠুর বাধায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে ৪০০ ফুট রাস্তার কাজ। এতে সদর উপজেলার ছোট বিষ্ণুপুর গ্রামের শতাধিক গ্রামবাসী পড়েছেন চরম দূর্ভোগে। 

দ্রুত রাস্তার কাজ চালু করতে ভুক্তভোগীদের আয়োজনে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে মানববন্ধন করেন স্থানীয়রা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ,বিথী বেগম, সাথী বেগম, রেজাউল খাঁ মিনটু খাঁ, কবির বালি, রনি খাঁ, কামরুল খা, মনি খাঁ, শহিদুল খাঁ, মুজিবুর খাঁ, মোস্তফা খাঁ, বাবুল খাঁগহ সহ শতাধিক মানুষ অংশ নেন।

গ্রামবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদের বাজেটভুক্ত ওই রাস্তার কাজ স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠুর প্রভাবে বন্ধ হয়ে আছে। দেড় মাস আগে রাস্তার জন্য ইট এনে রাখা হলেও এখনো কাজ শুরু হয়নি। এর ফলে ৩০টি পরিবারের শতাধিক মানুষ প্রতিদিন কাদা পানি ভরা রাস্তা দিয়ে চলাচল করছেন, যা  জীবন মরণের ঝুঁকি তৈরি করেছে।

বিথী বেগম বলেন, রাস্তা যেন এখন মৃত্যু ফাঁদ। বাচ্চা অসুস্থ হলে এই কাদা–পানি ডিঙিয়ে হাসপাতালে নিতে হয়, যা একপ্রকার মৃত্যুর সমান কষ্ট। প্রভাবশালীদের বাধার কারণে কাজ শুরু হয়নি, আমাদের যেন কষ্টে ফেলে রাখা হয়েছে।

রেজাউল খা বলেন, রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে, ইট এসে গেছে, কিন্তু একজন প্রভাবশালীর হুকুমে কাজ বন্ধ! এটা গণতন্ত্র না, এটা গায়ের জোরের রাজনীতি।

মিনটু খা বলেন, আমাদের ছেলে–মেয়েরা স্কুলে যেতে গিয়ে কাদা পানিতে পড়ে যায়, অসুস্থ হলে হাসপাতালে নেওয়াও কষ্টকর। আমরা চাই এই রাস্তাটা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হোক, নইলে আরও বড় আন্দোলনে যাব।

স্থানীয় যুবক রনি খা বলেন, স্বৈরাচারী সরকারের আমলে এই মিঠূ সাধারন মানুষকে হয়রানি, মারধর, মিথ্যা মামলা দিয়ে অসখ্য মানুষকে পথে বসিয়েছে। এলাকার অনেক পরিবার নস্ট করেছে এই মিথ্যা কিন্তু স্বৈরাচার সরকারের পতনের পর সে গা ঢাকা দিলেও থেমে নাই তার অপকর্ম। সে এখনো তার লোক দিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই গ্রামবাসীর দাবি, দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এলাকার শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের চলাচল সহজ হবে।

স্থানীয় বাসিন্দা মিজান শেখ বলেন, ওই জায়গার অংশীদার আমি নিজেই। আমি জায়গা দিয়েছি, কাজ করার কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু ক্ষমতার প্রভাবে সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠু এলাকায় না থেকেও কাজ আটকে দিচ্ছেন। আমরা চাই রাস্তা দ্রুত সম্পন্ন হোক।

অভিযোগের বিষয়ে বেমরতা ইউনিয়নের প্রশাসক তন্ময় দত্ত বলেন, স্থানীয় কিছু মানুষের অভিযোগের প্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ রয়েছে। আগামী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।