Image description

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের সমর্থনে বক্তৃতা করতে গিয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছেন আন্দোলনকারী ছাত্ররা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছিল। দুপুর ২টার দিকে সরোয়ার হাওলাদার নামে ওই ব্যক্তি সেখানে এসে আন্দোলনের সমর্থনে বক্তৃতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রায় পাঁচ মিনিট ধরে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের দুরবস্থা এবং আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলেন। বক্তৃতা শেষে তিনি 'জয় বাংলা' স্লোগান দেন। এতে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে আটক করেন। আটক হওয়ার পর সরোয়ার হাওলাদার বারবার বলেন যে তিনি ভুল করে এ কথা বলেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত সরোয়ার হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়ি বানারীপাড়া উপজেলায়। তবে তার বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।