শেবাচিম হাসপাতালে জিবানুনাশক ন্যানো স্প্রে মেশিন ও ফ্লোর স্কার্ফিং মেশিন চালু

ছাত্র জনতার আন্দোলনের মুখে একের পর এক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে পাল্টে যাচ্ছে শেবাচিম হাসপাতালের সেবা চিত্র। স্বাধীনতার ৫৫ বছর পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হয়েছে।
ফ্লোর স্কার্ফিং মেশিন ও জীবাণুনাশক ন্যানো স্প্রে মেশিন হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মেশিন বরিশালের অন্য কোন বেসরকারি কিংবা সরকারি সরকারি হাসপাতালে নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম পর্যায়ে দশটি জীবাণুনাশক ন্যানো স্প্রে মেশিন ও ৬টি ফ্লোর স্কার্ফিং মেশিন সংগ্রহ করা হয়েছে।
এদিকে সেবার মান বৃদ্ধিতে শেবাচিমে নষ্ট ও পুরাতন মেশিনগুলোকে মেরামতের উদ্যোগ নিয়েছে পরিচালক।
শেবাচিমের মেডিকেল টেকনিশিয়ান (বায়ো মেডিকেল) মো: কামাল হোসাইন বলেন, চলতি সপ্তাহের মধ্যে চালু হবে ইটিটি, ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি মেশিন মেরামত সম্পূর্ণ হবে। এছাড়া পর্যায়ক্রমে ক্যাথল্যাব (এনজিওগ্রাম), সিটি স্ক্যান, এক্সরে, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি), ইউরোলজি লিথোরিপটর, সি-আরম, ডায়াথার্মি, এন্ডোসকপি মেশিন চালু করা হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, অতিদ্রুত মেশিন গুলো চালু করা হবে। এছাড়া রোগী সেবার মান বৃদ্ধির জন্য অতিদ্রুত ১টি এমআরআই মেশিন, ক্যাথ ল্যাব ও সি-আম মেশিন যুক্ত হচ্ছে।
Comments