মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর জাজিরায় শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাজ্জাক মাদবরকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। গত ১০ আগস্ট দৈনিক মানবকন্ঠে ‘জাজিরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের লক্ষ্মী কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রাজ্জাক মাদবর জাজিরার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সী কান্দি এলাকার মকিন মাদবরের ছেলে।
জানা যায়, গত ৮ আগস্ট সন্ধ্যায় সেনেরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাস্তুহারাদের জন্য সরকারি বাসস্থানে (গুচ্ছগ্রাম) শিশুটি মুদি দোকানে যাওয়ার পথে রাজ্জাক মাদবর তাকে কেক দেওয়ার কথা বলে নিজ ঘরের সামনে ডাকে। শিশুটি কেক নিতে গেলে রাজ্জাক তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি প্রত্যক্ষ করেন এক প্রতিবেশী নারী। দীর্ঘক্ষণ শিশুটিকে ঘর থেকে বের না হতে দেখে তিনি শিশুর পরিবার ও স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা ও শিশুর বাবা-মা রাজ্জাকের ঘরে গিয়ে শিশুটিকে অসুস্থ অবস্থায় মেঝেতে রক্তক্ষরণের মধ্যে পড়ে থাকতে দেখেন। শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা রাজ্জাককে ঘরে আটকে রাখলেও শিশুর বাবা তাকে মারধর করতে গেলে রাজ্জাক তাকে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর ৯ আগস্ট শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাজিরা থানায় মামলা দায়ের করেন। মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর পুলিশ তৎপরতা বাড়ায় এবং গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে শিবচরের লক্ষ্মী কান্দি এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, ধর্ষণের পর থেকে রাজ্জাক আত্মগোপনে ছিলেন। মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর মামলাটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
Comments