Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ১,২০০ পিস ইয়াবাসহ মো. আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কুমিরা কোস্ট গার্ড। আটক আয়াস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইয়াছিন উল্লাহর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তুরাতলী দামার খাল সংলগ্ন জেলেপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে এবং আয়াসের প্যান্টের পকেট থেকে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।