Image description

ঢাকার ধামরাই উপজেলার শাসন-কাশিম নগর গ্রামবাসীর উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় শাসন-নয়াচর রাস্তা ও খেলার মাঠে কয়েক শতাধিক তালবীজ রোপণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এই কর্মসূচির পর শাসন স্বর্ণখালী অডিটোরিয়ামে গ্রাম উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ছাত্র সংসদের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক। 

ইউএনও বলেন, “কোটি টাকার সম্পদের চেয়ে সন্তানকে শিক্ষিত করা বড় সম্পদ। সন্তানদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে।” ইউএনও শাসন গ্রাম পরিদর্শন করে গ্রামের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, সমাজসেবা অফিসার এসএম হাসান, এসআইবিএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আসাদুজ্জামান এবং ডা. হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন সমাজসেবক হাবিবুর রহমান স্বপন ও মোতালেব হোসেন। এ সময় গ্রামের হিতৈষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।