Image description

যশোরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে একদল দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে চা পান শেষে ফেরার পথে বাড়ির সামনেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত রেজাউলের প্রতিবেশী আবুল হোসেন জানান, এই হত্যাকাণ্ডের পর এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।