রামগঞ্জে ডাক্তারের অবহেলায় সাপে কাটা শিশুর মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী মো. আবদুল আলিম (৫) এর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও তা প্রয়োগ করা হয়নি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কলচমা চৌকিদার বাড়িতে। শিশুর মা মহিমা আক্তার জানান, দুপুর ১২টার দিকে ঘরের দরজায় খেলার সময় আলিমকে সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহিমা আক্তারের দাবি, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইতি জানান হাসপাতালে অ্যান্টিভেনম নেই এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
শিশুর মামা মো. রাছেল শেখ অভিযোগ করেন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অ্যান্টিভেনম না থাকা অবিশ্বাস্য। আমাদের ধারণা, অ্যান্টিভেনমসহ মূল্যবান ওষুধ অন্যত্র বিক্রি করায় এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চিকিৎসক ফারজানা ইতি বলেন, শিশুর মা প্রথমে নিশ্চিত করতে পারেননি সাপে নাকি ব্যাঙ কামড়েছে। রক্ত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় এবং অ্যান্টিভেনমের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানালে স্বজনরা রোগীকে কুমিল্লা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, আমাদের হাসপাতালে বর্তমানে কমপক্ষে চারজন রোগীকে দেওয়ার মতো অ্যান্টিভেনম আছে। রোগী রেফার করার আগে অ্যান্টিভেনম দেওয়া বাধ্যতামূলক। কেন দেওয়া হয়নি তা তদন্ত করা হচ্ছে।
Comments