Image description

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে শেষে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশী নাগরিকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার সীমান্ত পিলার-২৮১/৫৪ এস এর কাছাকাছি কয়া নামক স্থানে কোম্পানি কোমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসএফের হাতে আটকৃতরা হলেন, খুলনা জেলার মুরাদ মোড়ল (৩৪), স্ত্রী সাগরিকা বেগুম (২৫), ছেলে রমজান মোড়ল (৮), মেয়ে মুসকান (৫) ও আমেনা (২)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যার দিকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ওই ৫ বাংলাদেশী নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৩ আগস্ট) পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশীদের বিজিবির কাছে ফেরত দেন বিএসএফ।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, "আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে"।