
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা গান্ধিগাঁও এলাকায়, গারো পাহাড়ের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা বনরাণী ফরেস্ট রিসোর্টকে ঘিরে উঠেছে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। স্থানীয়দের দাবি, রিসোর্টটি এখন যৌন ব্যবসার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিনই চলেছে অনৈতিক কার্যকলাপ।
স্থানীয় সূত্র ও প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, রিসোর্টটির ডাবল বেড রুমের দৈনিক ভাড়া ২,৫০০ টাকা হলেও, এটি ঘণ্টা ভিত্তিতেও ভাড়া দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, অবিবাহিত ছেলে-মেয়ে, বিবাহিত নারী-পুরুষসহ বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিরা এখানে অনৈতিক সম্পর্কে জড়াচ্ছেন, যা তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত ২ আগস্ট শনিবার বিকেল ৩টার দিকে দুইজন তরুণ-তরুণীকে রিসোর্টে প্রবেশ করতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। সাংবাদিকরা সেখানে পৌঁছে দেখেন, গজনী অবকাশ মিনি পার্কের সুপারভাইজার মুরালকে তাদের কাছ থেকে ২,৫০০ টাকা গ্রহণ করছেন এবং নাম-ঠিকানা লিখে রাখছেন। পরে পরিচয় জানতে চাইলে ওই যুগল গাড়ি থেকে কাগজ আনার কথা বলে দ্রুত সরে পড়েন। পরে ফোনে যোগাযোগ করলে তারা স্বীকার করেন, তারা স্বামী-স্ত্রী নন।
অভিযোগ রয়েছে, এ ধরনের ঘটনা রিসোর্টটিতে আগে বহুবার ঘটেছে এবং এ সংক্রান্ত প্রমাণ সাংবাদিকদের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে সুপারভাইজার মুরাল বলেন, রিসোর্টের অবস্থা খারাপ, তাই সবার কাছে ভাড়া দিচ্ছি। না দিলে চলা সম্ভব হবে না।
ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সামাজিক অবক্ষয় আরও বাড়বে।
রিসোর্টের ম্যানেজার মো. আব্বাস আলী অভিযোগ অস্বীকার করলেও, ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, অনৈতিক কার্যকলাপের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments