Image description

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র এক সদস্য অস্ত্র ও গুলিসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারী আরাকান আর্মির সদস্যের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১), পিতা চিংমং তঞ্চঙ্গ্যা। তার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামে। আত্মসমর্পণের সময় তিনি একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন বিজিবির কাছে হস্তান্তর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা জানান, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় তিনি মিয়ানমারের মংডু এলাকার আরাকান আর্মির ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রায় ৩০০ আরাকান আর্মি সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যেকোনো সময় আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারে।

বিজিবি অধিনায়ক জানান, বর্তমান পরিস্থিতিতে কিছু সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠী মাদক ও অস্ত্র চোরাচালান, গুম, খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এসব অপরাধ রোধে বিজিবি বিশেষ গোয়েন্দা নজরদারি, টহল জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। ঘটনার পর উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক অপরাধ দমনে সার্বক্ষণিক সতর্ক রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সাহসী অভিযান অব্যাহত থাকবে।”