Image description

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্বামীর চিকিৎসার জন্য যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছে। নিহত ময়না বেগম সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার মৌতলার বাসিন্দা আরিফ মোল্লা পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে অ্যাম্বুলেন্সযোগে খুলনার উদ্দেশে রওনা হন। ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।

ওসি ফজলুল করিম আরও জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অ্যাম্বুলেন্স চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।