Image description

মাদারীপুরের শিবচরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শিবচর পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শিবচরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১-এ এসে শেষ হয়। এ সময় বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তুলেন।

জানা গেছে, সোমবার (১১ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের জন্য মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা শিবচর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

ফেরার পথে চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলায় ৫ জনকে কুপিয়ে জখমসহ বিএনপির অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। এছাড়া ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।