সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষা

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির পর দেশটির রাখাইন প্রদেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) ডজনখানেক সদস্য বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলার ভয়ে তারা লালদ্বীপ এলাকায় জড়ো হয়েছে। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল ও নজরদারি জোরদার করেছে।
এই উত্তেজনার মধ্যেই সোমবার উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর এএ-এর এক সশস্ত্র সদস্যকে আটক করে বিজিবি। আটককৃত জীবন তনচঙ্গ্যা (২১) জানায়, নিরাপত্তার হুমকির কারণেই সে পালিয়ে এসেছিল।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, "আমরা সীমান্তে কড়া নজর রাখছি এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বদ্ধপরিকর।" স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও, বিজিবি তাদের আশ্বস্ত করেছে যে পরিস্থিতি শান্ত এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
Comments