Image description

কেশবপুর থানায় ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল ভিডিও এবং মামলার পরিপ্রেক্ষিতে বহিষ্কৃত জামায়াত নেতা অ্যাডভোকেট ওজিয়ার রহমান দাবি করেছেন, তিনি পুলিশকে হুমকি দেননি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘কৌশলগতভাবে বকাঝকা’ করেছেন। শনিবার সকালে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন।

ওজিয়ার রহমান জানান, গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি একটি মামলার বিষয়ে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেনের সঙ্গে আলোচনার জন্য থানায় যান। তার সঙ্গে ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইব্রাহিম হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ। রাত ৯টার দিকে থানা থেকে বের হওয়ার সময় তিনি দেখেন, ছাত্রদলের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী দুই যুবক—ফারুক ও রাজিবকে—আক্রমণ ও মারপিটের উদ্দেশ্যে উদ্যত হয়েছেন। ফারুক যুবজামায়াতের সেক্রেটারি এবং রাজিবকে ছাত্রলীগের সদস্য হিসেবে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।

ওই দুই যুবক ওজিয়ারের কাছে সাহায্য চাইলে তিনি মানবিক কারণে তাদের রক্ষা করার চেষ্টা করেন। তিনি বলেন, “উত্তেজিত ছাত্রদলের নেতাকর্মীদের নিবৃত্ত করা আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ সময় এসআই মকলেসুর রহমান ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মব সৃষ্টি রোধে আমি কৌশলগতভাবে মকলেসুর ভাইকে একটু বকাঝকা করি, যাতে যুবকদের উদ্ধার করা যায়।” তিনি জোর দিয়ে বলেন, এটি হুমকি নয়, বরং তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলার কৌশল ছিল।

এদিকে, ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওজিয়ার রহমান এসআই মকলেসুর রহমানকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে ধমক দিচ্ছেন। এ ঘটনায় এসআই মকলেসুর বাদী হয়ে ৩ আগস্ট একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইমুম ৬ আগস্ট ওজিয়ারকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের জামিন শুনানির পর কেশবপুর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম তাকে জামিন মঞ্জুর করেন।

এ ঘটনার জেরে জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ওজিয়ার রহমানকে ৬ আগস্ট সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন।

ওজিয়ার রহমান বলেন, “পুলিশ প্রশাসনের সঙ্গে আমার সম্পর্কের কোনো অবনতি হয়নি। আশা করি, সবাই প্রকৃত ঘটনা উপলব্ধি করবেন।”