Image description

একসময় সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে গিয়ে ধান কিনে সাইকেল দিয়ে বাজারে এনে বিক্রি করতো ফারুক মিয়া। এতে যা লাভ হতো তা দিয়ে কোন রকম সংসার চলতো তার।

২০২৩ সালে শখের বশে নিজের  ফেইসবুকে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করে। পরবর্তীতে এই ভিডিও গুলো ফেইসবুক পেইজে আপলোড দেয়। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিও গুলো দর্শকের মন জয় করে নেয়। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে। এতে করে সাফল্য ধরা দিতেও বেশি সময় নেয় নি। তার ফেইসবুক পেইজে প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর) ফলোয়ার হয়ে যায়। তার ভিডিও গুলো মানুষের মনে এতোটাই মনোরঞ্জন দেয় যে প্রতিটি ভিডিও অনায়াসে ১০/২০ মিনিয়ন ভিউ হয়ে যায়। কিছু ভিডিওতে ১০০/১৫০ মিলিয়ন ভিউ হয় হরহামেশাই। 

শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পরও এলাকাবাসী হাসাহাসি করতো। বর্তমানে সমালোচকদের কাছে পছন্দের পাত্র কমেডিয়ান ফারুক। তার সফলতা দেখে এলাকার ১০/১২ জন যুবক তার সাথে কনটেন্ট তৈরি শুরু করেছে। এই যুবকদের সার্বিকভাবে সহযোগিতা করে চলছে ফারুক। 

ফারুকের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায়। সে চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। প্রাইমারি স্কুলের গন্ডি পাড় না হওয়া ছেলেটি এখন ভাটি বাংলার সেলিব্রিটি। তার "FARUK77778" নামের পেইজটি দেশের সীমানা পেড়িয়ে এখন বিদেশিদের মনেও আনন্দ দিচ্ছে।  

ফারুক ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা। তার বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছে। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছে। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি ফেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করবে বলে জানায় কমেডিয়ান ফারুক।