সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত গ্রেপ্তারে জিএমপি সদস্যদের পুরস্কৃত করলেন কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় তাদের পুরস্কৃত করেছেন জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান। এ সংক্রান্ত তথ্য আজ রোববার সন্ধ্যায় জিএমপি’র সরকারি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জিএমপি’র ডিবি (উত্তর ও দক্ষিণ), বাসন থানার অভিযানিক দল এবং এলআইসি শাখার সদস্যরা এই মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে অসামান্য কর্মদক্ষতা প্রদর্শন করেছেন। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ কমিশনার তাদের পুরস্কার প্রদান করেন।
রোববার সন্ধ্যায় গাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনার ড. মো. নাজমুল করিম খান পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
Comments