জয়দেবপুর জংশনে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জংশন দিয়ে ট্রেন চলাচল এবং সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল। জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ভুলের কারণে ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি ব্রডগেজ লাইন থেকে লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, ইঞ্জিনসহ দুটি থেকে তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর এই জংশন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া, শিববাড়ি-রাজবাড়ি সড়কেও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুতির কারণ তদন্ত করছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Comments