
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গারাদোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী বনস্টেশনের বনকর্মীরা।
শনিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে বনকর্মীরা ফাঁদগুলো উদ্ধার করে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা মালামাল ফেলে গহিন সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি নৌকাসহ ফাঁদগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শিকারিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
Comments